ধানের সাথে মাছ চাষ
পাঙ্গাস মাছের চাষ
পুকুরে মাছ চাষ
ধানের সাথে মাছ চাষ, Nagadline
ধানের সাথে মাছ চাষ, Nagadline
• স্থান নির্বাচন ও জমি সমতল করণ।
• ক্ষেত প্রস্তুত করন (আইল নির্মান, পরিখা খনন ও গর্ত খনন,
• নির্গমন নালা তৈরী করন এবং নালার মুখে জাল স্থাপন।
• মাটি কর্ষন ও সার প্রয়োগ।
ধান চাষ
• ধানের জাতঃ বিআর-11(মুক্তা), বিআর-14(গাজী), বিআর-3(বিপ্লব)।
• রোপন দুরত্ব: সারি থেকে সারি 20-25 সেমি. গোছা থেকে গোছা 15-20 সেমি. ।
মাছ চাষ
• মাছের জাত বা প্রজাতিঃ থাই, সরপুঁটি ও মিরর কার্প।
• পোনার প্রকার ও সংখ্যাঃ শুধু সরপুঁটি 5000-6000/হেক্টর।
• শুধু মিরর কাপ- 2000-2500/হেক্টর ।
• সরপুঁটি+মিরর কাপ- প্রতিটির অর্ধেক সংখ্যক পোনা ছাড়তে হবে।
• পোনা ছাড়াঃ ধান রোপনের 10-15 দিন পর পোনা ছাড়তে হবে।
বিঃদ্রঃ- চাষ পদ্ধতি, মাটি ও পানির বিভিন্ন ভৌত রাসায়নিক গুনাবলীর উপর ভিত্তি করে পরিমাপসমূহ কমবেশী হতে পারে।
0 Comments: