আলাদিন কি পাবে রাজকন্যার দেখা, Nagadline News
আলাদিন ধারাবাহিকের একটি দৃশ্য |
‘আরব্য রজনী’র গল্প অবলম্বনে নির্মিত টিভি সিরিয়াল ‘আলাদিন’। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেখাচ্ছে মাছরাঙা টেলিভিশন। আজ আলাদিনের শততম রজনী।
গত বছরের ১ ডিসেম্বর প্রচার শুরু হওয়া সিরিয়ালটি এরই মধ্যে দর্শকপ্রিয়তা অর্জন করেছে। অগণিত মানুষের শৈশবের নায়ক আলাদিন। তার আশ্চর্য প্রদীপের গল্পে কৌতূহল নেই এমন মানুষ কমই পাওয়া যাবে। ইরাকের বাগদাদ শহরের এক দরিদ্র পরিবারের ছেলে আলাদিন। নানা দোষত্রুটিতে ভরা আলাদিন দয়ালু ও সাহসী। তার স্বপ্ন, রাজকন্যা ইয়াসমিনের সঙ্গে সাক্ষাৎ করা। ছোটবেলায় প্রথম দেখাতেই সে রাজকন্যার প্রেমে পড়ে যায়। দৈবক্রমে তার হাতে এসে পড়ে এক আশ্চর্য প্রদীপ, যাতে ঘষা লাগলে বেরিয়ে আসে এক দৈত্য। ওই প্রদীপ যার কাছে থাকবে, দৈত্য তার কথামতো কাজ করবে। সুতরাং আলাদিন যা চায়, দৈত্য সেটাই করে।
প্রদীপের দৈত্যের সাহায্যে আলাদিন কি পাবে রাজকন্যার দেখা? প্রদীপের দৈত্যের সাহায্যে সে কি পারবে শত্রুদের মোকাবিলা করতে?
0 Comments: