Nagadline News
সুন্দরবনের বন্ধু মৌমাছি
সুন্দরবনের বন্ধু মৌমাছি, Nagadline
সুন্দরবনের বন্ধু মৌমাছি, Bee Honey Farm
মৌমাছি প্রাণিজগতের অন্যতম পরিশ্রমী পতঙ্গ। ক্ষুদ্র এই জীবের বিপুল পরিশ্রমের পুরোটা ফল ভোগ করে মানুষ ও পরিবেশ। এই উপকারী প্রাণীদের জন্য একটি দিনও নির্ধারণ করেছে জাতিসংঘ। ৪ বছর ধরে ২০ মে বিশ্ব মৌমাছি দিবস হিসেবে পালন হচ্ছে। এ উদ্যোগ মৌমাছির গুরুত্ব অনুধাবনে আমাদের সহায়তা করবে নিঃসন্দেহে।
ফুলের সুষ্ঠু পরাগায়নে সহায়তা করে মৌমাছি ফল, ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ফল উৎপাদন বাড়লে বীজ উৎপাদনও বাড়ে। তাতে নতুন গাছ বাড়ে। বাড়ে বনও। প্রাকৃতিক বনের ক্ষেত্রে এটা আরও বেশি সত্য। এসবের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখে মৌমাছি।
0 Comments: