Headlines
Loading...
১৮ মার্চ আসছে ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট, Nagadline News

১৮ মার্চ আসছে ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট, Nagadline News

১৮ মার্চ আসছে ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট

 মঙ্গলবার একটি অফিশিয়াল পোস্টার প্রকাশ করেছে জি-ফাইভ। সেই সঙ্গে জানিয়েছে ‘কন্ট্রাক্ট’ নামের ওয়েব সিরিজটির স্ট্রিমিং টাইম! আসছে ১৮ মার্চ থেকে জি-ফাইভে দেখা যাবে এটি।


তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের যৌথ পরিচালনায় নির্মিত হয়েছে ছয় পর্বের এই ওয়েব সিরিজটি। জানা যায়, ‘কন্ট্রাক্ট’ এর প্রতিটি এপিসোড এর ব্যাপ্তী হবে ৩০ মিনিটের মতো।


বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা ‘বেগ বাস্টার্ড’ সিরিজের ‘কন্ট্রাক্ট’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজটি। পলিটিক্যাল থ্রিলারধর্মী এ সিরিজটি প্রথম সিজনের পর দ্বিতীয় সিজনও নির্মাণ করার কথা জানান কৃষ্ণেন্দু।

0 Comments: