
আরগুলাস সংক্রমণ, পুকুরের তলায় অতিরিক্ত জৈব পদার্থ
সংবেদনশীল প্রজাতি
রুই, মৃগেল এবং কদাচিৎ কাতলা
লক্ষণ
অবিরাম ছুটাছুটি, শক্ত বস্তুর সাথে গা ঘষা, লাল বর্ণ্, বক্ষ পাখনা ও আইশের উপর উকুন দেখা যায়।
প্রতিকার
সুমিথিয়ন 2-3 মিলি/শতাংশ/ফুট গভীরতা((৫-৭ দিন পর পর ৩ বার)। ফেনিট্রন: 2-3মিলি/শতাংশ /ফুট গভীরতা((৫-৭ দিন পর পর ৩ বার)। ডিপটারেক্স :৬ গ্রাম /শতক/ফুট(৫-৭ দিন পর পর ৩ বার)।
0 Comments: