Headlines
Loading...

তিন মাস পর মুখ খুললেন মৌসুমী, Nagadline News
মৌসুমী হামিদ। ছবি: ফেসবুক থেকে

 মাস তিনেক আগে নতুন একটি ছবির শুটিং শুরু করেন মৌসুমী হামিদ। কিন্তু পরিচালকের নিষেধাজ্ঞার কারণে এত দিন তা কাউকে জানাননি। গত সোমবার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে আলাপে নতুন ছবিতে অভিনয়ের এ খবর দিলেন তিনি। পুরান ঢাকায় ‘১৯৭১ সেই সব দিন’ নামের ছবিটির দুই দিন শুটিং করেছেন মৌসুমী। 


২০১৮-১৯ অর্থবছরে অনুদান পাওয়া এই ছবির পরিচালক হৃদি হক। মঞ্চ, টেলিভিশন অভিনয়শিল্পী এবং পরিচালক হৃদি হকের এটি প্রথম চলচ্চিত্র। এই ছবিতে অভিনয় করতে পেরে মৌসুমী হামিদ ভীষণ উচ্ছ্বসিত। তিনি জানালেন, শীতের মধ্যে কাজটি শুরু করেন। এরপর পুরো ইউনিট ঢাকার বাইরে কাজ করে। তখন তাঁর অংশের কোনো শুটিং ছিল না। এই ছবিতে তাঁর আরও ১৫ দিনের শুটিং বাকি আছে। 


এত দিন পর ছবিতে অভিনয়ের খবরটি জানানোর কারণ প্রসঙ্গে মৌসুমী বললেন, ‘পরিচালকের কড়া নিষেধ ছিল, আমরা কেউই যেন ছবিটি নিয়ে কোনো কথা না বলি। নিশ্চয় তাঁর কোনো পরিকল্পনা ছিল। তাই আমরা কেউ বিষয়টি নিয়ে মুখ খুলিনি। সম্প্রতি তিনি এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। তাই ছবিটি নিয়ে কথা বলতে পারছি।’


ছবিতে কাজ করা নিয়ে মৌসুমী বলেন, ‘খুবই চমৎকার অভিজ্ঞতা। হৃদি আপু এত যত্ন করে শুটিং করছেন, এটা সত্যিই মুগ্ধ হওয়ার মতো। অভিনয়ের কৌশল দেখিয়ে দেওয়ার পাশাপাশি তিনি কস্টিউম থেকে শুরু করে সবদিকে নজর দিচ্ছেন। আমি আমার অভিনীত চরিত্রটি নিয়েও খুশি।’


এই ছবির আগে মৌসুমী হামিদ অভিনয় করেন গাজী রাকায়েতের ‘গোর’ ছবিতে।

0 Comments: